অভিযানে শহরের পুরাতন বাজার মাছের আড়তে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পাশাপাশি ওই ব্যবসায়ীকে জাটকা ইলিশ বিক্রি করতে নিরুৎসাহিত করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী সাহেব আলী নামের ওই মাছ ব্যবসায়ীকে জরিমানা করেন।
এ সময় সেখান থেকে প্রায় আধামন জাটকা ইলিশ উদ্ধার করা হয়। অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, সহকারি উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্চিতা রাণী কুন্ডু ও পুলিশসহ স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসএম/এমএইউ/