ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে ৩ জেলেকে কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
পিরোজপুরে ৩ জেলেকে কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলায় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার দায়ে তিন জেলেকে তিনদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া তাদেরকে দুইশ' টাকা জরিমান অনাদায়ে আরও তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ৯টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশের নের্তৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আফজাল হোসেন (৪৮), রতন দাশ (৩০) ও নিত্যানন্দ দাশ (৬০)।

পিরোজপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার বাংলানিউজকে জানান, রাতে উপজেলার বলেশ্বর নদে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালানো হয়।

এ সময় অবৈধ বাঁধা জাল এবং কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় আফজাল, রতন ও নিত্যানন্দ নামে তিন জেলেকে আটক করা হয়। এ সময় তিনটি বাঁধা জাল ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তিন জেলেকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।