রমিজ আলী মীরপুর এলাকার শাপলা ব্রিকস ফিল্ডের মালিক।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ঢাকার অ্যাপলো হাসপাতালে তার মৃত্যু হয়।
বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান বাংলানিউজকে জানান, সকালে অসাবধানতাবশত ওষুধের পরিবর্তে বিষপান করে রমিজ আলী। এতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেটে পাঠানো হয়।
সিলেট থেকে তাকে নেওয়া হয় ঢাকার অ্যাপলো হাসপাতালে। রাতে সেখানেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এএটি