ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় প্রতিবন্ধী স্কুলে ইজিবাইক দিলো জেলা পরিষদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
মাগুরায় প্রতিবন্ধী স্কুলে ইজিবাইক দিলো জেলা পরিষদ মাগুরায় প্রতিবন্ধী স্কুলে ইজিবাইক দিলো জেলা পরিষদ, ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরা শহরের দেয়ারপাড় এলাকায় প্রতিষ্ঠিত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধার জন্য একটি ইজিবাইক উপহার দিয়েছে জেলা পরিষদ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে স্কুল চত্বরে পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. আতিকুর রহমানের হাতে ইজিবাইকের চাবি তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু।

এ সময় বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সম্পাদক আব্দুর রউফ মাখন, সহ সভাপতি আলী আখতার দুখু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকন, রূপক আইচসহ অনেকে।

অটিস্টিক ও প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।