ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় ইমিগ্রেশন-কাস্টমস সেরে মৈত্রীর যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
ঢাকায় ইমিগ্রেশন-কাস্টমস সেরে মৈত্রীর যাত্রা শুরু ঢাকায় ইমিগ্রেশন-কাস্টমস সেরে মৈত্রীর যাত্রা শুরু

ঢাকা: ঢাকা এবং কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের এখন থেকে আর সীমান্তে ইমিগ্রেশন আর কাস্টমস চেকিং করাতে হচ্ছে না। যাত্রা শুরুর আগেই ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন ও কলকাতায় পাসপোর্ট-ভিসা পরীক্ষার কাজ সেরে ফেলা শুরু হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল সোয়া ৮টায় বিমানবন্দরের মতো নতুন নিয়মে ঢাকা ক্যানটনমেন্ট স্টেশন থেকে ঢাকা-কলকাতা ট্রেন যাতায়াত শুরু হলো। এসময় রেলমন্ত্রী মুজিবুল হক এ কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।  

ঢাকা ও কলকাতায় ইমিগ্রেশন আর কাস্টমস চেকিং শুরু হওয়ায় যাত্রীদের তিনঘণ্টা সময় বাঁচবে।  

আগে ঢাকা-কলকাতা ও কলকাতা-ঢাকা রেলে যাতায়াতে ১১ ঘণ্টা সময় লাগতো। নতুন নিয়মে সময় লাগবে প্রায় আট ঘণ্টা।

দুই দেশের যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিলো এটি। এতোদিন ভারতের গেদে স্টেশন এবং বাংলাদেশের দর্শনা স্টেশনে যাত্রীদের ট্রেন থেকে মালপত্রসহ নেমে পাসপোর্ট-ভিসা পরীক্ষা করাতে হতো। সেখানে কাস্টমস চেকিংও হতো। খুলনা-কলকাতা যাতায়াতে একই নিয়ম চলবে।  

এর আগে ৯  নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন পদ্ধতিতে রেলের এ যাত্রার উদ্বোধন করেন।  বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।