ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রতারণার অভিযোগে ঢাকায় তিন বিদেশি নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
প্রতারণার অভিযোগে ঢাকায় তিন বিদেশি নাগরিক আটক

ঢাকা: প্রতারণার দায়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের তিন বিদেশি নাগরিককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-১।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়।

র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বাংলানিউজকে জানান, তিনজন ক্যামেরুনের নাগরিক।

এক ব্যাংক কর্মকর্তার বিপুল পরিমাণ টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬২ লাখ টাকার সমপরিমাণ ইউরো ও মাদকদ্রব্য।

শুক্রবার (১০ নভেম্বর) বেলা ১২টায় রাজধানীর কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান কর্নেল সারোয়ার।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
পিএম/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।