ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে দুই ভাই খুন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে দুই ভাই খুন

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দিনগত রাতে উপজেলা বাজারের শ্মশানঘাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের কাপড় ব্যবসায়ী ইদ্রিস মোল্লা (৪৮) ও তার ভাই কাঠ ব্যাবসায়ী লাভলু মোল্লা (৪২)।

নিহতদের ভাই আবুল কাসেম মোল্লা অভিযোগ করে জানান, তাদের সঙ্গে শেখর ইউনিয়নের এক নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কাওসার শেখের বিরোধ রয়েছে। রাতে দুই ভাই আলফাডাঙ্গা বাজারে ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।  

সেসময় শ্মশানঘাট এলাকায় দেশি অস্ত্রশস্ত্র নিয়ে কাওসার শেখের লোকজন তাদের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি।

স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মধ্যরাতে তাদের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।