শুক্রবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন চা বিক্রেতা রুবেল হোসেন (৩৫) ও হকার সোবাহান মিয়া (৪০)।
ঢামেক জরুরি বিভাগ সূত্র জানায়, রুবেলের পেটে ও মাথায় এবং সোবাহানের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। রুবেলের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে আহত সোবাহানের ছেলে সাদ্দাম হোসেন ঢামেকে ছুটে আসেন। তিনি জানান, নিউমার্কেট বটতলা এলাকায় ঘটনাটি ঘটে। মাদক বিক্রেতা শাকিল, বাবলা, সোহেল, জুয়েল তার বাবা ও রুবেলকে ছুরিকাঘাত করেছে।
তবে কী কারণে ছুরিকাঘাত করেছে তা জানাতে পারেননি সাদ্দাম।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, রাসেল নামে এক ব্যক্তি তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি রাসেল।
বিষয়টি নিউমার্কেট থানায় জানানো হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এজেডএস/এমআইএইচ/এএ