ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তাগাছায় ৩ ফার্মেসিকে জরিমানা, ১টি সিলগালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
মুক্তাগাছায় ৩ ফার্মেসিকে জরিমানা, ১টি সিলগালা

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে তিন ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা ও একটি ফার্মেসি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার কালিবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (এসি-ল্যান্ড) মোহাম্মদ রাজিব উল আহসান ও জেলা ড্রাগ সুপার সাখাওয়াত হোসেন রাজু।  

সাখাওয়াত হোসেন রাজু জানান, অভিযানে ওষুধ আইন ১৯৪০ এর ১৮ ধারা লঙ্ঘনের দায়ে নিভা মেডিসিন কর্ণারকে ২৫ হাজার, তালুকদার ফার্মাকে ১০ হাজার, ভোলানাথ মেডিসিন পয়েন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অনুমোদনবিহীন হোমিও ওষুধ পাওয়ায় এবং স্বীকৃত কোনো ডাক্তার না থাকায় মাস্টার হোমিও ফার্মিসি সিলগালা করা হয়েছে।  

এ সময় জব্দ হওয়া প্রায় ১৫ হাজার টাকার ওষুধ এসি-ল্যান্ড অফিসে ধ্বংস করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।