ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গভীর সাগরে ট্রলার ডুবি, ১৮ জেলে উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
গভীর সাগরে ট্রলার ডুবি, ১৮ জেলে উদ্ধার

পাথরঘাটা (বরগুনা): বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগরের উত্তাল ঢেউয়ে মাছ ধরা একটি ট্রলার ডুবে গেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি বাংলানিউজকে জানান, পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঢেউয়ে মো. সোয়েবের মালিকানা এফবি তরিকুল ট্রলারটি ডুবে যায়।

ওই সময় ট্রলারটিতে মাঝি আ. হালিমসহ ১৮জন জেলে ছিলেন। প্রায় আধাঘণ্টা পর ভাসমান অবস্থায় কুয়াকাটার একটি জেলে ট্রলার তাদের উদ্ধার করে।  ওই ট্রলারটি দুর্ঘটনা কবলিত জেলেদের পাথরঘাটায় নিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।