ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লাখাইয়ে হত্যা মামলার পলাতক আসামি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
লাখাইয়ে হত্যা মামলার পলাতক আসামি আটক আটক শওকত আকবর। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাইয়ে শওকত আকবর (৫৪) নামে হত্যা মামলার পলাতক এক আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব তাকে লাখাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

শওকত উপজেলার স্বজনগ্রামের বাসিন্দা এবং এক নম্বর লাখাই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকার বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন শওকত। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে লাখাই উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান বাংলানিউজকে জানান, ২০১৩ সালে স্বজনগ্রামের মো. দিলু মিয়া (৩০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ওই মামলার পলাতক আসামি শওকত আকবর।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।