ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাগরিক সমাবেশ থেকে ছুরিসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
নাগরিক সমাবেশ থেকে ছুরিসহ যুবক আটক ছুরিসহ আটক জায়েদ আলী। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক কমিটি আয়োজিত সমাবেশ থেকে ধারালো ছুরিসহ জায়েদ আলী (২২) নামে এক যুবকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৮ নভেম্বর) সমাবেশের বাংলা একাডেমির বিপরীত পাশে অবস্থিত উদ্যানের গেইট দিয়ে প্রবেশকালে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

জায়েদকে আটকের বিষয়ে পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ হেল কাফী বাংলানিউজকে বলেন, সমাবেশে প্রবেশকালে ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে একটি ধারালো চায়নিজ চাকু জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবক জানিয়েছেন, তার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আদাবরে। তাকে শাহবাগ থানায় পাঠানো হবে।

আটক জায়েদ আলী দাবি করেন, তিনি রিকশা চালান। সমাবেশে রফিক নামে এক ভাইয়ের সঙ্গে এসেছেন তিনি। কিন্তু পকেটে গত রাতের রাখা চাকুটি রেখে আসতে ভুলে গেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এমএসি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।