ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় নোবিপ্রবি'র ছাত্রী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
সড়ক দুর্ঘটনায় নোবিপ্রবি'র ছাত্রী নিহত

নোয়াখালী: সড়ক দুর্ঘটনায় ফৌজিয়া খানম (২২) নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক ছাত্রী নিহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে সোনাপুর চেয়ারম্যানঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফৌজিয়ার বাড়ি নোয়াখালী সদর উপজেলার দত্তপাড়ায়।

তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অষ্টম ব্যাচের ফার্মেসি বিভাগের ছাত্রী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার রাজু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ক্লাস শেষে ব্যাটারি চালিত ইজিবাইকে করে জেলা শহর মাইজদীতে ফিরছিলেন ওই ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে সোনাপুর থেকে আসা একটি পিকআপভ্যান ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।