ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আত্রাইয়ে গাঁজাসহ ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
আত্রাইয়ে গাঁজাসহ ২ মাদক বিক্রেতা আটক

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার সুটকিগাছা এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। 

রোববার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মো. সিরাজুল ইসলাম (২৫) ও একই গ্রামের মো. আইদুর রহমান (৫০)।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সুটকিগাছা স্লুইচগেটের কাছে অভিযান চালায় পুলিশ। এসময় দুই কেজি আড়াইশ’ গ্রাম গাঁজাসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।  

আটক দু’জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  
 
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।