ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় জাতীয় মুজরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নসহ দুই দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিক ও কর্মচারীরা।

রোববার (১৯ নভেম্বর) সকাল ১১টায় কারখানার প্রধান ফটকের সামনে সমাবেশ করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল কারখানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

আশুগঞ্জ সার কারখানার সিবিএ সভাপতি মো. বাবুল মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- কারখানার সিবিএ সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি সাইফুদ্দিন ফারুকী, সহ-সভাপতি তৈমুর রহমান, সিবিএ নেতা গোলাম মোস্তফা কামরুল, সরকার আমিনুল হক প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, অবিলম্বে ২০১৫ সালের ১ জুলাই থেকে মুজরি কমিশন ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।

তারা আরো বলেন, দীর্ঘ আট মাস ধরে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। অবিলম্বে গ্যাস সরবরাহ স্বাভাবিক না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।