ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় ‘পোর্ট্রেইটস অব লিমা’ আলোকচিত্র প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
ঢাকায় ‘পোর্ট্রেইটস অব লিমা’ আলোকচিত্র প্রদর্শনী ঢাকায় ‘পোর্ট্রেইটস অব লিমা’ আলোকচিত্র প্রদর্শনী

ঢাকা: পেরু’র বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ইউজিন কুরেট-এর তোলা ছবি নিয়ে ‘পোর্ট্রেইটস অব লিমা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে ঢাকার শিল্পকলা একাডেমিতে।

রোববার (১৯ নভেম্বর) সকাল প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর।  

প্রদর্শনীতে পেরু’র মানুষের জীবনঘনিষ্ট বিভিন্ন ছবির মাধ্যমে সেদেশের সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্য ও গভীরতা তুলে ধরা হয়েছে।

আলোকচিত্রী ইউজিন কুরেট-এর এ কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে পেরু’র শিল্প ও সংস্কৃতির বহুমূখিতা এবং পেরুর জাতিগত অর্জনের এক অনন্য রূপ।  

১৭ নভেম্বর (শুক্রবার) শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

ঢাকায় ‘পোর্ট্রেইটস অব লিমা’ আলোকচিত্র প্রদর্শনীআরো উপস্থিত ছিলেন বাংলাদেশে পেরু’র কনসাল জেনারেল সারাহ আলী এবং প্রখ্যাত আলোকচিত্রী গোলাম মোস্তফা।

উপস্থিত সবাই প্রদর্শিত আলোকচিত্রের শিল্পমান ও গুরুত্ব নিয়ে কথা বলেন এবং বাংলাদেশ ও পেরু’র মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করার বিষয়ে আশা প্রকাশ করেন।  

শিল্পকলা একাডেমিতে এই প্রদর্শনী আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।