ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো শারমিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
মানিকগঞ্জে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো শারমিন

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো শারমিন আক্তার (১৪) নামে এক কিশোরী।

রোববার (১৯ নভেম্বর)বিকেলে প্রশাসনের হস্তক্ষেপে ওই কিশোরীর বিয়ের আয়োজন বন্ধ করা হয়।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানায়, সদর উপজেলার ছোট বারাহী চর গ্রামের শুকুর আলীর ছেলে উজ্জল হোসেনের সঙ্গে (২৮) পাশের বাসুদেবপুর গ্রামের হারুন মিয়ার মেয়ে শারমিনের বিয়ের আয়োজন করা হয়।

রোববার ওই কিশোরীর গায়ে হলুদের অনুষ্ঠান চলছিলো।

খবর পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহাদত খন্দকারের নির্দেশ স্থানীয় কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিপ্লব হোসেন গ্রাম পুলিশ নিয়ে কনের বাড়িতে যান। এরপর অভিভাবকদের সঙ্গে আলাপ করে বিয়ের সব আয়োজন বন্ধ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত খন্দকার বলেন, বাল্যবিয়ের অপরাধের বিষয়ে কনে ও বরের অভিভাবকদের সতর্ক করা হয়েছে। এরপরও পুনরায় বিয়ের আয়োজন করলে উভয়পক্ষের অভিভাবকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।