ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে কবরে শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে কবরে শ্রদ্ধা কবি সুফিয়া কামালের কবরে সুলতানা কামালসহ পরিবারের সদস্যদের পুষ্পার্ঘ্য অর্পণ; ছবি- জিএম মুজিবুর

ঢাকা: বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই কবি সুফিয়া কামালের দর্শন ছিলো বলে জানিয়েছেন কবি কন্যা সুলতানা কামাল।

সোমবার (২০ নভেম্বর) কবির ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে আজিমপুর কবরস্থানে কবির কবরে পুষ্পার্ঘ অর্পণ শেষে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন সুলতানা কামাল ও কবি পরিবারের সদস্যরা। এর আগে কবির কবরে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা।

উল্লেখ্য, ২০ নভেম্বর বাংলাদেশের নারী জাগরণের পুরোধা ব্যক্তিত্ব কবি বেগম সুফিয়া কামালের ১৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৯ সালের এই দিনে তিনি মারা যান। ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে তার জন্ম।

বাংলাদেশের প্রগতিশীল, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং নারীমুক্তি আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন সুফিয়া কামাল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজনীতিবিদ, সাহিত্যিক ও সংস্কৃতি-কর্মীদের অনুপ্রেরণা যুগিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।