ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
চুনারুঘাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক মাদক ব্যবসায়ী কাজল আটক। ছবি: বাংলানিউজ

সিলেট: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে ৯৫ বোতল ফেনসিডিলসহ কাজল মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা। 

আটক কাজল উপজেলার হাতুন্ডা গ্রামের মৃত ছাদু মিয়ার ছেলে।

সোমবার (২০ নভেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. মনিরুজ্জামান।

এতে বলা হয়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ হাতুন্ডা গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাব-৯ এর সদস্যরা।  এ সময় ৯৫ বোতল ফেনসিডিল, চারটি বিআর, ছয় বোতল মদ, দুইটি সিমকার্ড, দুইটি মোবাইল এবং মাদক বিক্রির ৯৭ হাজার টাকাসহ কাজল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।