ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রুবেল হোসেন (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রুবেলের বাড়ি গাইবান্ধার সাদুল্লাহপুর গ্রামে।

 

এলাকাবাসী জানান, কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতো রুবেল। বিকেলে একটি নির্মাণাধীন ভবনের ছাদে রুবেল কাজ করছিল। হঠাৎ পাশের ভবন থেকে একটি বাঁশ তার মাথায় পড়লে পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাদ থেকে পড়ে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।