ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে মাদকসহ আটক ২, কাভার্ড ভ্যান জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
না.গঞ্জে মাদকসহ আটক ২, কাভার্ড ভ্যান জব্দ আটক দুই মাদক বিক্রেতা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) রাতে র‌্যাব-১১ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।  

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের উত্তর শিয়ারচর তক্কার মাঠের স্টেডিয়াম রোডের মাইক্রো ফাইভার গ্রুপের গোডাউনের দক্ষিণে বিকেলে অভিযান চালিয়ে দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।

 

আটকরা হচ্ছেন-গোপালগঞ্জের কোটালীপাড়ার সিকিরবাজার এলাকার মোসলেম উদ্দিন ঘরামীর মঞ্জুর হাসান (৩৪) ও ঝিনাইদহের কালীগঞ্জ থানার রঘুনাথপুরের মৃত ফকির মণ্ডলের ছেলে আক্কাস (৪৮)।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা থানায় আটকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিযেছে র‌্যাব।  

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।