ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে নব্য জেএমবির সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ময়মনসিংহে নব্য জেএমবির সদস্য আটক

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় তারেক মুহাম্মদ (২২) নামে নব্য জেএমবির এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও জিহাদী বই উদ্ধার করে।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় নাসির গ্লাসের কারখানার বিপরীত রাস্তা থেকে তাকে আটক করা হয়।  

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বাংলানিউজকে জানান, আটক তারেক একজন নব্য জেএমবির সদস্য।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

উপজেলার কাশঁরে বোমা বিস্ফোরণে নিহত জঙ্গি আলম প্রামাণিকের সঙ্গে তার যোগাযোগ ছিলো বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।