ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গুরুদাসপুরে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
গুরুদাসপুরে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

নাটোর: নাটোরের গুরুদাসপুরে ২৩ বোতল ফেনসিডিলসহ আশরাফুল ইসলাম (৩৫) নামে এক বিক্রেতাকে আটক করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) দিনগত শেষরাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল ইসলাম রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত মারিয়া গ্রামের আজির মোল্লার ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম সামসুন নুর এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আশরাফুল ইসলাম একজন মাদক বিক্রেতা। সোমবার রাতে তিনি রাজশাহী থেকে খালেক পরিবহনের যাত্রীবাহী একটি বাসে করে ঢাকায় যাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর কাছিকাটা টোলপ্লাজা এলাকায় ওই বাসটি তল্লাশিকালে ২৩ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় তার নামে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ২১ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।