ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সওজের শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মসূচি প্রত্যাহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
সওজের শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মসূচি প্রত্যাহার

ঢাকা: দেশব্যাপী বাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ) শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঘোষিত চলমান সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের লক্ষ্যে এ কর্মসূচি চলছিল।
 
মঙ্গলবার (২১ নভেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সঙ্গে এক সভায় ঘোষিত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ইউনিয়ন নেতারা।

এসময় সচিব নজরুল ইসলাম জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বাছাইকৃত দুই হাজার ৬৬৭ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে নিয়মিতকরণের প্রস্তাব প্রশাসনিক সংস্কার বিষয়ক সচিব কমিটিতে পাঠানো হয়েছে।  

তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের ইতিবাচক মতামত পাওয়া গেছে। সওজ’র অবশিষ্ট চার হাজার ৩৯২ জন ওয়ার্কচার্জড কর্মচারীর বিষয়ে প্রচলিত বিধিবিধান অনুযায়ী দ্রুত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান তিনি।


সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান, মোহাম্মদ বেলায়েত হোসেন, যুগ্মসচিব হুমায়ুন কবির খোন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।