ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নানা কর্মসূচিতে তাজরীনে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
নানা কর্মসূচিতে তাজরীনে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণ তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও পোশাক শ্রমিকরা। ছবি: বাংলানিউজ

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় তাজরীন ফ্যাশনের ভয়াবহ অগ্নিকাণ্ডের পঞ্চম বার্ষিকীতে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

শুক্রবার (২৪ নভেম্বর) তাজরীন ফ্যাশনের সামনে মানববন্ধন, সংক্ষিপ্ত সমাবেশ, বিক্ষোভ মিছিল ও কারখানাস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সমাবেশে বক্তারা তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১৩ জন শ্রমিক নিহতের ঘটনায় জড়িতদের বিচার এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণসহ পুর্নবাসনের দাবি জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক খায়রুল মামুন মিন্টু, বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাভার, ধামরাইয়ের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. তুহিন চৌধুরী, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সাভার-আশুলিয়া কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাস, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আশুলিয়া থানা কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম সামা, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ঢাকা জেলা কমিটি উত্তরের আহ্বায়ক মো. আব্বাস উদ্দীন, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প-শ্রমিক লীগের সাভার ও আশুলিয়ার সভাপতি মো. সরোয়ার হোসেন প্রমুখ।  

শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।