ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য বর্জ্য অপসারণ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য বর্জ্য অপসারণ বন্ধ রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য বর্জ্য অপসারণ বন্ধ

রাঙামাটি: রাঙামাটি পৌরসভার পরিছন্ন কর্মীরা অনির্দিষ্টকালের জন্য বর্জ্য অপসারণ বন্ধের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভা চত্বরে সমাবেশের মাধ্যমে এ ঘোষণা দেন পৌর সেবক কল্যাণ সমিতি ও পৌর কর্মচারি সংসদের নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন- রাঙামাটি পৌরসভার সহকারী প্রকৌশলী বিরল বড়ুয়া, পৌর কর্মচারি সংসদের সাধারণ সম্পাদক সনৎ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বিপ্লব তালুকদার, সেবক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২২ নভেম্বর আমাদের সহকারী প্রকৌশলী বিরল বড়ুয়াকে হেনস্থা করেন সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি অলি আহম্মদ। এছাড়া পরিছন্নকর্মী বিপ্লব দাশ, পিন্টু দাশ ও চিত্তরঞ্জন চাকমাকে মারধর করেন সিএনজি অটোরিকশা চালক মো. জাহাঙ্গীর।

যতদিন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হবে ততদিন বর্জ্য অপসারণ বন্ধ থাকবে বলে জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।