ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সাজেকে চান্দের গাড়ি উল্টে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
সাজেকে চান্দের গাড়ি উল্টে আহত ৫

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে চান্দের গাড়ি (জিপ গাড়ি) উল্টে পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে ওই ইউনিয়নের একুজ্যাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-ওই ইউনিয়নের কান্দর সিং চাকমা (৭০), শুক্র সেন চাকমা (৬৫), দীপালি চাকমা (৫৫), কৃত্তিকা চাকমা (৩৫) ও কৃত্তিকা চাকমার দুই বছরের শিশু সন্তান।


স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে প্রথমে পাশের খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের মধ্যে তিনজনকে খাগড়াছড়ি সদর হাসপতালে নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।