ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
চকরিয়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০পিস ইয়াবাসহ মো. বোরহান উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার চিরিঙ্গা পৌরসভার বায়তুশ শরীফ মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক বোরহান উদ্দিন পেকুয়া উপজেলার আবু সুফিয়ানের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, চিরিঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কমিশনার মুজিবুল হক ও এলাকাবাসী ইয়াবা ব্যবসায়ী বোরহানকে আটক করে পুলিশ সোপার্দ করে।

সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বুধবার (২৯ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
টিটি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।