ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘বাংলাদেশকে জোর করে ধর্মান্ধ বানানো যাবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
‘বাংলাদেশকে জোর করে ধর্মান্ধ বানানো যাবে না’ আলোচনা সভার অতিথি ও আলোচকরা। ছবি: বাংলানিউজ

যশোর: ‘বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের স্বতন্ত্র সংস্কৃতি ঐতিহ্যের ধারক-বাহক, আমরা একটি স্বতন্ত্র জাতি, আমরা ধর্মনিরপেক্ষ। ফলে আমাদের দেশ কখনোই ধর্মান্ধ হতে পারে না। এজন্য বাংলাদেশকে জোর করে ধর্মান্ধ বানানো যাবে না’ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।

তিন দিনব্যাপী শ্রীরামকৃষ্ণ মন্দিরের ‘উদ্বোধন ও উৎসর্গ’ উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৮ নভেম্বর) ‘বিশ্ব শান্তিতে শ্রীরামকৃষ্ণের বাণী’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ড. বীরেন শিকদার বলেন, ‘যারা দেশকে ধর্মান্ধ বানানোর চিন্তা করেন, তারা ব্যর্থ হবেন।

শুধু পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ও পরমতসহিষ্ণু হয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি স্থাপনের জন্য কাজ করতে হবে’।

তিনি আরো বলেন, মানুষ প্রকৃতিগতভাবেই বিভিন্ন মতের অনুসারী হবেন, এটাই স্বাভাবিক। আর এ স্বাভাবিকতাকে মেনে নিতে পারলেই শান্তি বিরাজ করবে। তাই শ্রীরামকৃষ্ণ দেবের অমর বাণী ‘যতো মত ততো পথ’ বিশ্বে শান্তির পথ হতে পারে।

প্রত্যেকের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার বাণী ও দর্শন অনুসরণ করে পরস্পরের প্রতি সহিষ্ণু হওয়ার আহ্বানও জানান তিনি।

চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক স্বামী শক্তিনাথানন্দজী মহারাজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। আলোচক ছিলেন ভারতের লক্ষ্মৌ রামকৃষ্ণ মঠ ও আশ্রমের অধ্যক্ষ স্বামী মুক্তিনাথানন্দজী মহারাজ, কলকাতা রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের জন্মস্থান ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। স্বাগত বক্তব্য দেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। ধন্যবাদ জ্ঞাপন করেন বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী অখিলেশানন্দজী মহারাজ।

আলোচনা শেষে প্রসাদ বিতরণ করা হয় এবং কলকাতা দূরদর্শনের শিল্পী সুকুমার বাউরি বাউল গান পরিবেশন করেন। এরপরে ভারতের বিহারের পাটনা রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সম্পাদক সুখানন্দ মহারাজ পরিবেশন করেন ‘রামচরিতমানস’।

পরে ‘শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশন পরিচালনা পর্ষদের সিনিয়র ট্রাস্টি স্বামী দিব্যানন্দজী মহারাজ। আলোচক ছিলেন চাঁদপুর শ্রীরামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ, কাশিয়ানী জয়নগর সিনিয়র মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ ইদ্রিস আলী খান, যশোর এনটিসি’র সহকারী পরিচালক ফাদার লরেন্স বাবলু সরকার, কলকাতার বরাহনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বিপ্রদানন্দজী মহারাজ। স্বাগত বক্তব্য দেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী অমেয়াত্মানন্দজী মহারাজ। ধন্যবাদ জ্ঞাপন করেন বরিশাল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বিজিতানন্দজী মহারাজ।

সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী ও চন্দনা মজুমদার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভবানী শঙ্কর রায়।

অনুষ্ঠানে ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ প্রণীত ‘যুগনায়ক বিবেকানন্দ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

এর আগে সকাল ৭টায় নবনির্মিত শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা পূজা শুরু হয়। সকাল ৯টায় শত শত ভক্তের অংশগ্রহণে আশ্রম প্রাঙ্গণ থেকে বের হয় সম্প্রীতি শোভাযাত্রা। মাঙ্গলিক উলুধ্বনি ও বাদ্যের তালে তালে এ শোভাযাত্রার উদ্বোধন করেন বেলুড় মঠের সহ সঙ্ঘাধ্যক্ষ স্বামী সুহিতানন্দজী মহারাজ।

শোভাযাত্রা শেষে শ্রীমন্দির পরিক্রমা হয়। এরপর মন্দিরের ফলকস্তম্ভ উন্মোচন করেন উদ্বোধন করেন বেলুড় মঠের সহ সঙ্ঘাধ্যক্ষ স্বামী সুহিতানন্দজী মহারাজ।

বুধবার (২৯ নভেম্বর) উৎসবের সমাপনী দিনে সকাল সাড়ে নয়টায় ‘স্বামী বিবেকানন্দ ও সেবাযোগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। সভাপতিত্ব করবেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী পরদেবানন্দজী মহারাজ। সম্মানিত অতিথি থাকবেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি থাকবেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার।

বিকেল ৪টায় ‘শতরূপে শ্রীমা সারদা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। সম্মানিত অতিথি থাকবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। বিশেষ অতিথি থাকবেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান।

সন্ধ্যার পর সংগীত পরিবেশন করবেন কলকাতা দূরদর্শনের স্বনামধন্য কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা ও শ্রীকুমার চট্টোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
ইউজি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।