ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ডিবির অভিযান, মাদকসহ গ্রেফতার ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
বরিশালে ডিবির অভিযান, মাদকসহ গ্রেফতার ২

বরিশাল: বরিশালে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দিনগত রাতে কাউনিয়া বিসিক রোড এলাকায় এ অভিযান দুটি চালানো হয়।

আটকরা হলেন, ওই এলাকার লাল মিয়া হাওলাদারের ছেলে সাব্বির হোসেন হাওলাদার (১৮) ও বাকেরগঞ্জ উপজেলার কামারখালী কলেজ সংলগ্ন এলাকার মৃত ইউনুস হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৫)।

সাব্বির হোসেনের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও রাসেলের কাছ থেকে দুইশ গ্রাম গঁজা উদ্ধার করা হয়।

উভয় অভিযানের নেতৃত্বে থাকা  ডিবি’র এসআই হেলালুজ্জামান বাদী হয়ে কাউনিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।