ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ১ ডিসেম্বর থেকে স্মার্টকার্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
সুনামগঞ্জে ১ ডিসেম্বর থেকে স্মার্টকার্ড

সুনামগঞ্জ: সারাদেশের ৩১ জেলার মতো সুনামগঞ্জেও পহেলা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় পরিচয় পত্র (এনআইডি) স্মার্টকার্ড বিতরণ।

প্রথম ধাপে সুনামগঞ্জ সদর উপজেলার নাগরিকরা পাবেন এই কার্ড। ১ ডিসেম্বর (শুক্রবার) থেকে শুরু হয়ে বিতরণ চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

সদর উপজেলার বিভিন্ন এলাকাকে ১৮টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিদিন নির্ধারিত এলাকার লোকজন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুরাতন কার্ড নিয়ে এসে নতুন স্মার্টকার্ড নিতে পারবেন। নিজের কার্ড নিজেই সংগ্রহ করতে হবে। কার্ড দেওয়ার আগে চোখের আইরিশ ও হাতের দশ আঙুলের চাপ নেওয়া হবে।

সুনামগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষ থেকে এ কার্ড সংগ্রহ করতে হবে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল বাংলানিউজকে জানান, প্রথম ধাপে স্মার্টকার্ড পাবেন সদর উপজেলার নাগরিকরা। পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্য উপজেলার লোকজনও পাবেন।

বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।