ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে ৭টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
সাতক্ষীরা সীমান্তে ৭টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে সাতটি স্বর্ণের বারসহ মফিজুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

বুধবার (২৯ নভেম্বর) সকালে সদর উপজেলার বৈকারী সীমান্তের বলদঘাটা সীমান্ত থেকে তাকে এ স্বর্ণের বারসহ আটক করা হয়। আটক মফিজুল ইসলামের বাড়ি বৈকারী গ্রামে।

 

বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার অহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ভারতে পাচারের উদ্দেশে সীমান্ত এলাকায় স্বর্ণের একটি চালান আনা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল বলদঘাটা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মফিজুল ইসলামকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সাতটি স্বর্ণের বার পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।