ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ১৮ কোটি টাকার বিদেশি পোশাক জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
বাগেরহাটে ১৮ কোটি টাকার বিদেশি পোশাক জব্দ বাগেরহাটে ১৮ কোটি টাকার বিদেশি পোশাক জব্দ

বাগেরহাট: বাগেরহাটে পৌনে ১৮ কোটি টাকার বিভিন্ন ধরনের অবৈধ বিদেশি পোশাক জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

বুধবার (২৯ নভেম্বর) ভোরে জেলার শরণখোলা থানার কটকা এলাকা থেকে পোশাকগুলো উদ্ধার করা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে বিষয়টি জানান।

আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ভোরে কটকা এলাকায় টহল দলকে দেখে একটি বোট পালানোর চেষ্টা করলে আটক করা হয়। এ সময় চোরাকারবারীরা বোটটি ফেলে পালিয়ে যায়। পরে বোটটি তল্লাশি করে ২১ হাজার ১৬৬ টি বিদেশি শাড়ি, ২০২টি লেহেঙ্গা এবং ৭৭৭টি শালচাদর জব্দ করা হয়।

জব্দকৃতবোট ও বিদেশি শাড়ি কাপড়ের আনুমানিক মূল্য ১৭ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৫০০ টাকা। পরে জব্দকৃত পণ্যসমূহ খুলনা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।