ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় মা-বোনকে মারধর করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
কুষ্টিয়ায় মা-বোনকে মারধর করায় যুবকের কারাদণ্ড

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে মা-বোনকে মারধর করার দায়ে স্বপন নামে এক যুবককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহামেদ এ দণ্ডাদেশ দেন। স্বপন উপজেলার পোড়াদহ ইউনিয়নের কলাবাড়ীয়া গ্রামের চা বিক্রেতা আব্দুল করিমের ছেলে।

এসএম জামাল আহামেদ বাংলানিউজকে জানান, সকালে স্বপন তার বোন ও মাকে মারধর করে। এসময় বাধা দিতে গেলে বাবাকেও অপমান করে স্বপন। এরপর বাবা-মা ও বোনের অভিযোগের ভিত্তিতে স্বপনকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।