ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
চৌদ্দগ্রামে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম চিওড়া এলাকায় এ দুর্ষটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার আজিজুল হক (২৫) ও ঢাকার শাহজাহান মিয়া (৩০)।

আহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, চিওড়া এলাকা থেকে একটি মোটরসাইকেল করে তিন যুবক মহাসড়কের দিকে আসছিল। এ সময় ঢাকাগামী গ্রীণলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ওই তিন যুবক গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।  

ওসি বলেন, আহত ব্যক্তিকে কুমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।