ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে পিকনিকের বাস উল্টে আহত ৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
বান্দরবানে পিকনিকের বাস উল্টে আহত ৪০

বান্দরবান: বান্দরবান সদর উপজেলার কেরানীহাট সড়কের কসাইপাড়ার মানুরটেক এলাকায় পিকনিকের বাস উল্টে কমপক্ষে ৪০ যাত্রী আহত হয়েছেন। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম শহরের ইপিজেড এলাকা থেকে বাসে করে পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা পিকনিক করতে বান্দরবানে যাচ্ছিলেন।

পথে মানুরটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা ৫০ জনের মধ্যে চালকসহ প্রায় ৪০ জন আহত হন। তবে কারো অবস্থাই গুরুতর নয়। টের পেয়ে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করেন।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহানা রহমান জানান, আহতদের সদর হাসপাতাল এবং স্থানীয় বিভিন্ন ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।