ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিরাইয়ে প্রেমিকের ছুরিকাঘাতে স্কুলছাত্রী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
দিরাইয়ে প্রেমিকের ছুরিকাঘাতে স্কুলছাত্রী খুন

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রেমিকের ছুরিকাঘাতে মুন্নি আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দিরাই পৌর এলাকার মাদানী মহল্লায় এ ঘটনা ঘটে। মুন্নি মাদানী মহল্লার হিফজুর রহমানের মেয়ে।

সে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

পুলিশ জানায়, মুন্নির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের ইয়াহিয়ার। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হলে ক্ষুব্ধ হন ইয়াহিয়া। এরই জের ধরে রাতে মুন্নির বাসায় প্রবেশ করে তাকে অতর্কিত ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি। এতে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মুন্নির মৃত্যু হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, প্রেমের সম্পর্কের টানাপড়েন থেকে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।