ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিলু মীলগেট খুনের ঘটনায় গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
মিলু মীলগেট খুনের ঘটনায় গ্রেফতার ৩ ঘটনাস্থলে অনিল গোমেজ ও নিহত মিলু গোমেজ

ঢাকা: রাজধানীর মহাখালীর আরজ‍তপাড়ায় নিজ বাসায় জবাই করে মিলু মীলগেট গোমেজ (৬৫) নামে বৃদ্ধাকে খুনের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জয়নাল এবং তার সহযোগী পারভেজ ও নাইম।

সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানী ও ব্রাহ্মণবাড়িয়া অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার গ্রেফতারে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে তারা। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জয়নাল নিহতের বাড়ির কেয়ারটেকার ছিলো। মূলত তার পরিকল্পনা অনুযায়ী বাসা থেকে অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করার উদ্দেশ্যে মিলু গোমেজকে গলা কেটে হত্যা করে। আর এই হত্যাকাণ্ডে জয়নালকে সহযোগিতা করেছে পারভেজ ও নাইম।

গ্রেফতারদের আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবেন বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন মহাখালী আরজতপাড়া এলাকার ৩৮ নম্বর নিজ বাড়ির তৃতীয় তলা থেকে মিলু মীলগেট গোমেজের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্বামী হিউবার্ড অনিল গোমেজ (৭০) ও গৃহকর্মীকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিলো। বর্তমানে অনীল গোমেজ মহখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অনিল গোমেজের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকালে চার/পাঁচজন মুখোশধারী যুবক দরজায় নক করে। দরজা খুলতেই তারা বাসার ভিতরে প্রবেশ করে মিলু গোমেজকে হত্যা করে। বাধা দিতে গেলে মুখোশধারীরা অনিল গোমেজকেও আঘাত করে পালিয়ে যায়।

নিহত মিলু মীলগেট গোমেজ ও তার স্বামী হিউবার্ড অনিল গোমেজ এ বাড়িতে বসবাস করতেন। তাদের চার ছেলের মধ্যে স্টালিন গোমেজ, রবার্ড ক্লাইভ গোমেজ ও লিংকন গোমেজ স্ত্রীসহ কানাডাতে বসবাস করেন। ছোট ছেলে মোজেস গোমেজ থাকেন আমেরিকায়।

তেজগাঁওয়ে ৮ কাঠার একটি জমি ছাড়াও ফার্মগেটের ইউসিসি টাওয়ারে এই দম্পতি দু'টি ফ্ল্যাট রয়েছে। তাদের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জেও বেশ জমিজমা রয়েছে। তবে জমি-জমা নিয়ে কারও সঙ্গে তাদের বিবাদ নেই বলে জানা যায়। এ ঘটনার পর তাদের পাসপোর্ট ও ভ্রমণ সংক্রান্ত জরুরি জিনিসপত্র খোয়া গেছে বলেও অভিযোগ নিহতের পরিবারের।

সুরতহাল প্রতিবেদনে জানা যায়, শুক্রবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে মিলু মীলগেট গোমেজকে হত্যা করা হয়েছে। ওই ফ্ল্যাটের ড্রইং রুমের মেঝেতে মরদেহটি পড়েছিলো। পরে স্থানীয় সুনমা ডি কস্তার সহযোগিতায় মরদেহ উল্টে-পাল্টে দেখা যায়, মুখ ও মাথা স্বাভাবিক, চোখ বন্ধ ও স্বাভাবিক, নাক ও কান স্বাভাবিক। নিহতের গলার বাম পাশে কানের নিচে ধারালো চাকুর আঘাত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭/আপডেট সময়: ২০১৫ ঘণ্টা
এসজেএ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।