ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বৈষম্য রোধে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
বৈষম্য রোধে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি সেমিনারে বক্তব্য রাখছেন ড. কামাল হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়: বৈষম্য রোধে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত আমরা যে অসাধারণ মূল্য দিয়ে গেছি সেই অনুযায়ী কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।  

নয়া উদারতাবাদ বলয়ের বাইরে: বাংলাদেশে পুঁজিবাদ উত্তর সমাজব্যবস্থা রূপকল্প শীর্ষক এ সেমিনারের আয়োজন করে নাগরিক উদ্যোগ।

মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান প্রমুখ।

ড. কামাল হোসেন বলেন, রাজনীতি এবং অর্থনীতিকে আলাদা করে দেখার কোনো কিছু নেই। বাস্তবতা জানার জন্য আগে আমাদের ইতিহাস জানতে হবে। আমরা বৈষম্য রোধে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত যে অসাধারণ মূল্য দিয়ে গেছি সেই কাঙ্খিত পরিবর্তন এখনো আসেনি।

অনুষ্ঠানে সুলতানা কামাল বলেন, বিপ্লবী আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখার সাহস পাই। মুক্তিযুদ্ধে আমরা যে সাহস দেখিয়েছি তা থেকে অনুপ্রেরণা নিয়ে নয়া উদারতাবাদের ভিতরে বা বাইরে যেখানেই থাকি না কেন শোষণ অত্যাচার নিগ্রহ, নারী-পুরুষ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে পরিবর্তন আনতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।