ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বনানীতে ফের হোটেলে ধর্ষণ! আনুশেহ’র ভাইয়ের নামে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
বনানীতে ফের হোটেলে ধর্ষণ! আনুশেহ’র ভাইয়ের নামে মামলা হোটেল সুইট ড্রিমসের একট কক্ষ। ছবি: সংগৃহীত

ঢাকা: এবার বনানীর সুইট ড্রিমস নামে এক হোটেলে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আর এ অভিযোগে সঙ্গীতশিল্পী আনুশেহ আনাদিলের ভাই কুশান ওমর সূফির বিরুদ্ধে বনানী থানায় মামলা (নম্বর-১৪) দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুণী।

বুধবার (১৩ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন মামলার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অভিযোগ অনুযায়ী ওই তরুণীর ধর্ষণের আলামত পরীক্ষার জন্য স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে ওই তরুণীর অভিযোগ, কুশান ওমর সূফির সঙ্গে প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। প্রেমের সম্পর্কের কারণে কুশানের সাথে বিভিন্ন স্থানে ও তার বাসায় প্রায় বেড়াতে যাওয়া-আসা ছিল। এক পর্যায়ে বিবাহ করবে মর্মে বাসায় নিয়ে যায় এবং সবার সাথে পরিচয় করিয়ে দেয়।

এজাহারে তরুণী আরো বলেন, গত ১৯ নভেম্বর আমি তার বাসায় যাই আমাদের বিয়ের বিষয়ে আলোচনা করতে। কিন্তু আসামির বোন আনুশেহ আনাদিল (৪০) আমাকে তাদের বাসায় প্রবেশ করতে নিষেধ করে। কুশান আমাকে বলে যে, ‘চলো আমরা বাইরে কোথাও গিয়ে আলোচনা করি’, এ কথা বলে সে এক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে আমাকে ২০ নভেম্বর রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে বনানী থানাধীন বাড়ি নং ৬০, কামাল আতাতুর্ক এভিনিউ, হোটেল সুইট ড্রিমসে রুম নং- ৮০৫ এ নিয়ে যায়।

আমি বিবাদীকে অত্যন্ত ভালোবাসি। বিধায় তার কথায় ওই হোটেলে যেতে সম্মতি জ্ঞাপন করি। বিবাদী ওই হোটেলে আসার পর বিয়ের বিষয়ে কোনো কথা-বার্তা না বলে হঠাৎ আমাকে মারধর শুরু করে এবং রাত আনুমানিক দেড়টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

২০ নভেম্বর সকালে মোবাইলফোনে বনানী থানায় ঘটনা জানালে থানার টহল টিম আমাকেসহ কুশানকে থানায় নিয়ে আসে এবং অভিযোগ করার জন্যে আইনি পরামর্শ দেয়।

সংবাদ পেয়ে বিবাদীর চাচা পাপ্পু সূফি থানায় এলে ঘটনা সম্পূর্ণ খুলে বলি। এরপর বিবাদী আমার আত্মীয় শাহীন খান এবং বিবাদীর আত্মীয় পাপ্পু সূফি এবং নুর ইসলাম সাহেবের সামনে আমার কাছে ক্ষমা চায় এবং পরদিন অর্থ্যাৎ ২১ নভেম্বর আমাকে বিয়ে করবে বলে সবার সামনে কথা দেয়।

বিয়ের আশ্বাসে থানায় অভিযোগ করেননি উল্লেখ করে এজাহারে বাদী বলেন, ২১ নভেম্বর আমি বিবাদীর বাসায় গেলে বিবাদীর বোন আনুশেহ আনাদিল (৪০), বিবাদীর বোনের স্বামী শেত পান্ডু ব্লুববার্গ (৪৩), আত্মীয় সাজলী (৪২) আমাকে বাসায় প্রবেশ করতে না দিয়ে মারধর করে এবং নানাভাবে হুমকি দিয়ে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়।

ভুক্তভোগী এসব উল্লেখ করে গত ২৩ নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়রি করেন (জিডি নং ৯৩৫) বলেও এজাহারে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
পিএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।