ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক অভিবাসী দিবসে নেত্রকোনায় র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
আন্তর্জাতিক অভিবাসী দিবসে নেত্রকোনায় র‌্যালি র‌্যালি

নেত্রকোনা: আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে নেত্রকোনায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে পাবলিক হলের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খালিদ হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মো. নূরুল ইসলাম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মো. রুহুল আমিন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক শাহ মো. আব্দুর রব, জেলা ব্র্যাক কর্মকর্তা প্রবাল সাহা ও সৌদি প্রবাসী মিস্ট মিয়া।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।