ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
মঠবাড়িয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এহসানুল হক মন্টুকে (২৯) ৭৪ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
 

সোমবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে পৌরশহরের কেএম লতিফ মেডিসিন মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।  

মন্টু উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামের বাসিন্দা।

তিনি মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কেএম লতিফ মেডিসিন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এহসানুল হককে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ৭৪ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।