ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২ মাসের শিশুকে ফেলে পালালো স্বজনরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
২ মাসের শিশুকে ফেলে পালালো স্বজনরা স্বজনদের ফেলে যাওয়া শিশু। ছবি: বাংলানিউজ

ফেনী: দুই মাসের কন্যা সন্তানকে ফেনী সদর হাসপাতালের পুরাতন ভবনের সিঁড়িতে ফেলে পালিয়েছে স্বজনরা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওই হাসপাতালের সিঁড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা অসিম কুমার সাহা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল আঙিনার পথচারীরা শিশুটিকে দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেয়। পরে ওয়ার্ড মাস্টার শিশুটিকে উদ্ধার করেন।

অসীম কুমার বাংলানিউজকে আরো জানান, শিশুটি সুস্থ আছে। তার জন্য সমাজকল্যাণের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সমাজকল্যাণের কর্মকর্তারা এলে তাদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।

শিশুটিকে দেখার জন্য ফেনীর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী হাসপাতালে এসেছেন বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল কর্মকর্তা অসিম কুমার

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।