ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খোকসায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
খোকসায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসার ফুলবাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ের লাঠির আঘাতে আব্দুল গফুর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, জমি ভাগাভাগি নিয়ে তার ভাই, ভাইয়ের ছেলে এবং নিজের ছেলেদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয় আব্দুল গফুরের।

বিষয়টি এলাকাবাসী মিমাংসা করলেও বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে এ নিয়ে আবারো উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তার ভাই ভাতিজারা তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে প্রথমে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।