ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় ২০ লিটার চোলাইমদসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
সলঙ্গায় ২০ লিটার চোলাইমদসহ আটক ২ চোলাইমদসহ দুই মাদক বিক্রেতা আটক। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ২০ লিটার দেশীয় চোলাইমদসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১২। এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাতে সলঙ্গা থানার চড়িয়া শিকার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সুলতান মাহমুদ (৩৮) ও মমতাজ আলীর ছেলে ইউসুফ আলী (২৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমনের নেতৃত্বে চড়িয়া শিকার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২০ লিটার দেশীয় চোলাইমদসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।