ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘুষের টাকাসহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
ঘুষের টাকাসহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা আটক

যশোর: যশোরে ঘুষের দুই লাখ টাকাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ পরিচালক নাজমুল কবিরকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (০৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযান চালিয়ে ওই কর্মকর্তাকে আটক করা হয়। এতে নেতৃত্ব দেন দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, যশোরের নাভারণের একটি মদের দোকানের লাইসেন্স নবায়নের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক নাজমুল কবির দুই লাখ টাকা ঘুষ নেন। নিজ অফিসে ঘুষ লেনদেনের কিছুক্ষণ পরেই হানা দেয় দুদক। এ সময় অফিসে ঢুকেই দুদক কর্মকর্তারা প্রথমেই উপ পরিচালকের ড্রয়ারের চাবি নেন। এরপর ড্রয়ার খুলে দুই বান্ডিলে দুই লাখসহ আরো কয়েক বান্ডিল টাকা পাওয়া যায়।

ড্রয়ার থেকে উদ্ধার টাকার বান্ডেল

সোর্সের দেওয়া নাম্বার মিলিয়ে নিশ্চিত হওয়া যায় যে, দুই বান্ডিলের দুই লাখ টাকা মদ ব্যবসায়ী মহব্বত আলী টুটুলের দেওয়া ঘুষ। ফলে তাৎক্ষণিক তাকে আটক করে দুদক।

দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার বাংলানিউজকে বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়, এটি দুদকের নিয়মিত কার্যক্রমের অংশ।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
ইউজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।