ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামেক হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
রামেক হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক!

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে সরফরাজ নেওয়াজ শান্ত (৪০) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।

তিনি মহানগরীর হেতেমখাঁ এলাকার দিলদার আহমেদের ছেলে।

বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়।

পরে বিকেলে প্রতারণার মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

চিকিৎসক পরিচয় দিয়ে সরফরাজ হাসপাতালের রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। হাসপাতাল বক্স পুলিশ তাকে আটক করে রাজপাড়া থানায় হস্তান্তর করে।

মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সরফরাজ নেওয়াজ শান্ত দুপুরে রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে গিয়ে রোগীকে চিকিৎসা দেওয়ার নাম করে প্রতারণা করার চেষ্টা করছিল। এসময় বিষয়টি টের পেয়ে ওই ওয়ার্ডের নার্সরা হাসপাতাল পুলিশ বক্সে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সরফরাজক নেওয়াজকে আটক করে।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় হস্তান্তর করে বক্স পুলিশ। পরে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি হাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।