ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বদলগাছীতে মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
বদলগাছীতে মাদক বিক্রেতা আটক

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় রহুল কুদ্দুস (৫২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।  

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে কোলা বাজার থেকে তাকে আটক করা হয়। রহুল উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা।

এ সময় রহুলের কাছ থেকে ১০ পিস অ্যাম্পুল ইনজেকশন জব্দ করা হয়। এসব ইনজেকশন মাদকসেবীরা নেশা হিসেবে গ্রহণ করে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কোলা বাজারে অভিযান চালিয়ে ১০ পিস অ্যাম্পুল ইনজেকশনসহ রুহুলকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।