ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
কেরানীগঞ্জে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা। ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা দিয়েছে মাদক বিরোধী সংগঠন ‌‘অধূমপায়ী বন্ধু সংঘ’।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে সংগঠনটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে উপজেলার জাজিরা মাধ্যমিক বিদ্যালয়ের ধলেশ্বরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০ জন রক্তদাতাকে সম্মাননা স্বরূপ মেডেল, পদক ও সনদপত্র দেওয়া হয়।

এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‌অধূমপায়ী বন্ধু সংঘের আহ্বায়ক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোণ্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক চৌধুরী।

এসময় আরো বক্তব্য রাখেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, মিটফোর্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইমরুল বাহার অচিন, সন্ধানী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ইউনিটের সভাপতি মো. হাসিবুল ইসলাম, কোণ্ডা ইউপির সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ও অধূমপায়ী বন্ধু সংঘের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।