ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুয়াশার চাদরে মোড়া ভোলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
কুয়াশার চাদরে মোড়া ভোলা ভোলার কুয়াশা

ভোলা: ঘন কুয়াশা আর তীব্র শীতে কাঁপছে ভোলা। শনিবার (১৩ জানুয়ারি) দিনের তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও রাতে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে শীতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নারী ও শিশুরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

ছড়িয়ে পড়ছে শীতজনিত নানান রোগ।
 
কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যানবাহন চলাচলে বিঘ্নের সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও আবার ডুবোচরে আটকে পড়ছে নৌযান। সড়ক পথে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করছে।

এদিকে, বেলা বাড়লেও যেন সুর্যের দেখা পাওয়াই ভার। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দিনমজুরদের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। কাজে যেতে না পারায় অনেকেই সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন। নদী তীরবর্তী দুর্গম চরাঞ্চলে শীতের তীব্রতা অনেক বেশি। ফলে বিপন্ন মানুষগুলো শীতে নাকাল হয়ে পড়েছেন। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করলেও যেন তাদের ভোগান্তির শেষ নেই।

অপরদিকে শীতের কারণে জেলার হাসপাতালগুলোতে ভীড় বাড়ছে শিশু রোগীদের। শীতে নিউমোনিয়া, সর্দি-কাশি জ্বরসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এতে সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।

ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার বলেন, এসময়ে শিশুদের সাবধানে রাখতে যেন ঠাণ্ডা না লাগে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে বলেও জানান তিনি।

ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনোয়ার হোসেন বলেন, ঘুন কুয়াশা আরো ২/৩ দিন থাকতে পারে। শনিবার জেলার তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের তুলনায় তাপমাত্রা ১ ডিগ্রি বাড়লেও রাতে তাপমাত্রা কমে যাচ্ছে বলে শীতের প্রকোপও বাড়ছে।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।